আ: হামিদ, মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলার গাংগাইর আহম্মদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও মধুপুর পৌর সভার উন্নয়ন প্রকল্পের আওতায় বিভিন্ন এলাকার ১৫ টি পাকা রাস্তার উদ্বোধন করেছেন আওয়ামীলীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য ও কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি। রোববার (২৫ অক্টোবর) সকালে বন্যাপ্রবণ ও নদী ভাঙ্গন এলাকায় বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ (৩য় পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় আহাম্মদ আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় বন্যা আশ্রয় কেন্দ্র নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ভিত্তিপ্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন, মধুপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু, ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদ হিরা, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা, টাঙ্গাইল জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান খন্দকার শফি উদ্দিন মনি, সিনিয়র সহকারী পুলিশ সুপার কামরান হোসেন,মধুপুর পৌর মেয়র মাসুদ পারভেজ, উপজেলা ভাইস চেয়ারম্যান নাছির আহমেদ শরীফ, মধুপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইয়াকুব আলী, মধুপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, মধুপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার আব্দুল গফুর মন্টু, সাবেক ভাইস চেয়ারম্যান ডা. মীর ফরহাদুল আলম মনি, মধুপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ সিদ্দিক হোসেন খান প্রমুখ। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান শেষে দুপুরে মধুপুর পৌরসভার বিভিন্ন এলাকায় উন্নয়ন প্রকল্পের আওতায় ভিন্ন ভিন্ন প্রকল্পের ১৫ টি পাকা রাস্তা উদ্বোধন করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।