মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরের মির্জাবাড়ী ইউনিয়নের আম্বাড়ীয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে পানের বরজ কেটে ৪ লক্ষাধিক টাকার ক্ষতির অভিযোগ উঠেছে। জানা যায়, ওই গ্রামের মৃত আজ আলীর ছেলে আজমত আলীর সাথে একই এলাকার মাজম আলীর ছেলে বেলাল হোসেন গংদের সাথে দীর্ঘদিন যাবৎ জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে শনিবার(১২ সেপ্টেম্বর) রাতে আজমত আলীর পানের বরজে ঢুকে বেলাল তার লোকজন নিয়ে পানের বরজের পান গাছ কেটে প্রায় চার,পাচ লক্ষ টাকার ক্ষতি করছে বলে ভুক্তভোগী আজমত আলী জানান।
এলাকার তুলা মিয়া জানান, আমি ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় বেলালকে পানের বরজ থেকে বের হতে দেখেছি।
ভুক্তভোগী আজমত আলী জানান, আমি কৃষি ব্যাংক এবং বিভিন্ন এনজিও হতে টাকা লোন নিয়ে এ পানের বরজ করেছি। এখন আমি কীভাবে এসব টাকা পরিশোধ করব। এর আগেও বেলাল আমার কলার বাগানের কলাসহ গাছ কেটে ছিল। এব্যাপারে মির্জাবাড়ী ইউপি চেয়ারম্যান শাহজাহান তালুকদানের সাথে কথা বললে তিনি জানান, ভুক্তভোগী আজমত আলী আমাকে বিষয়টি অবগত করলে আমি ঘটনাস্হল পরিদর্শন করেছি। যে বা যারা এ ধরনের জঘন্যতম কাজ করে আজমত আলীর তথা দেশের ক্ষতি করেছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্হা গ্রহণের লক্ষে আমি তাদেরকে আইনগত ব্যবস্হা নেওয়ার পরামর্শ দিয়েছি। এ ঘটনায় আজমত আলী বাদী হয়ে মধুপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে আজমত আলী জানান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।