মো: আ: হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরের আলোকদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মাইজবাড়ী চৌরাস্তা মোড় এলাকায় পানি নিষ্কাশনের ব্যবস্হা না থাকায় ভেঙ্গে যাচ্ছে পাকা রাস্তা, ফলে চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী।জানা যায়, ওই স্হানে পানি নিষ্কাশনের জন্য একটি কালভার্ট ছিল কিন্তু বর্তমানে স্হানীয় একটি মহল মাটি চাপা দিয়ে কালভার্টটি বন্ধ করে রেখেছে। যার ফলে বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতার। ফলে সামান্য বৃষ্টি হলেই রাস্তার ওপর দিয়েই গড়িয়ে যায় পানি।
যার কারণে রাস্তা ভেঙ্গে যাচ্ছে ও জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এমনকি স্হানীয় দোকানঘরসহ এলাকার প্রায় ২০টি বাড়ীতেও পানি প্রবেশ করছে। যার ফলে চরম ভোগান্তিতে আছে ওই এলাকার মানুষ। বৃষ্টি হলে হাটু পানি পেরিয়ে যাতায়াত করছে এলাকার লোকজন। স্হানীয় ইউপি সদস্য মো:ছিদ্দিকুর রহমান এর সাথে যোগাযোগ করলে তিনি জানান যারা উক্ত কালভার্টটি বন্ধ করে রেখেছে তাদের সাথে কথা বলেছি তারপরও তারা কালভার্টটি বন্ধ করে রাখায় পাকা রাস্তাসহ স্হানীয় দোকানদারদের ক্ষতি হচ্ছে। এলাকাবাসী এ দুর্ভোগ নিরসনে উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।