আঃ হামিদ, মধুপুর, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন মজুদ করে বিক্রির অপরাধে মানিক স্টোরকে ৫০হাজার এবং শ্যামলী স্টোরকে ৩০ হাজার টাকাসহ দুই ব্যাবসায়ীকে মোট ৮০ হাজার টাকা জরিমানা এবং ৫ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট রোজলিন শহীদ চৌধুরী। এসময় উপস্হিত ছিলেন টাঙ্গাইল জেলা র্যাব-১২ এর কম্পানি কমান্ডার এ এস পি এরশাদুল ইসলামসহ অন্যান্য র্যাব কর্মকর্তাগণ, পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল জেলার সহকারী পরিচালক সজীব কুমার ঘোষ।
এসময় সাংবাদিকদেরকে কম্পানি কমান্ডার এরশাদুল ইসলাম জানান, আমাদের র্যাব-১২ এর নিকট তথ্য আসে, মধুপুর বাজার এলাকায় নিষিদ্ধ পলিথিন মজুদ করে কয়েকজন ব্যবসায়ী মধুপুরসহ আশপাশের কয়েকটি উপজেলায় বিক্রি করছে। উক্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিষিদ্ধ পলিথিন ব্যবসায়ীদেরকে ধরতে সকাল থেকে অভিযান চালায় র্যাব-১২ এর একটি অপারেশন টিম। পলিথিন ব্যবসায়ীদের তথ্য মতে, তাদের গোডাউনে রাখা প্রায় পাঁচ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। তিনি আরও জানান ,এ ধরনের অভিযান চলমান থাকবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।