মো: আ: হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ সারাদেশে ক্রমবর্ধমান নারী ধর্ষণ ও শিশু নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মধুপুরে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। সারাদেশে যখন ক্রমাগতভাবে চলছে ধর্ষণ ও শিশু নির্যাতন। এর প্রতিবাদ, প্রতিরোধ ও শাস্তির দাবিতে সারাদেশে প্রতিদিন চলছে মানববন্ধন, প্রতিবাদ, বিক্ষোভসহ নানা কর্মসূচি। তারই ধারাবাহিকতায় টাঙ্গাইলের মধুপুরের বাসস্ট্যান্ড আনারস চত্বরে (৮অক্টোবর)সকাল ১১টায় এক ঘন্টাব্যাপি এক বিশাল মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সামাজিক এ অবক্ষয়ের প্রতিবাদ প্রতিরোধ ও অপরাধীদের দ্রুত শাস্তির দাবিতে মধুপুর নাগরিক সমাজ এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠিত মানববন্ধনে সচেতন মহল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি স্কুল- কলেজের শত শত শিক্ষার্থী প্রতিবাদের বিভিন্ন স্লোগান সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করে। শান্তিপূর্ণভাবে এ কর্মসূচি পালনে মধুপুর থানা পুলিশ প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন মধুপুর শহিদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ নাগরিক সমাজ মধুপুরের অন্যতম সংগঠক মো. বজলুর রশিদ খান চুন্নু, সমাজ সেবক অন্যতম সংঠক(নাঃ সমাজ) এডভোকেট সালা্উদ্দিন আহমেদ সেলিম, নাগরিক সমাজের অন্যতম সংগঠক উদ্যোক্তা সমাজ কর্মী মো. বিল্লাল হোসেন ফকির, বীর মুক্তিযোদ্ধা মো. আ: রাজ্জাক জিহাদী, সাংবাদিক অধ্যাপক(অবঃ) মো. জয়নাল আবেদীন, মধুপুর রাণী ভবানী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আ: বাছেদ ও শিক্ষার্থী মারিয়ম নাফিজ জাহাসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তাগণ দেশে সম্প্রতি ঘটমান বিভিন্ন ঘটনার লোমহর্ষক বর্ননা তুলে ধরেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের দ্রুত শাস্তির দাবি জানান। এসময় বক্তারা প্রতিবাদ -প্রতিরোধ গড়ে তুলতে সকলের প্রতি আহবান জানান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।