মো: আ: হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মধুপুর থানা পুলিশেরর আয়োজনে রবিবার (১৮ অক্টোবর) সকাল ১১টায় থানার সামনে এস আই জুবাইদুল হকের সঞ্চালনায় মধুপুর থানা অফিসার ইনচার্জ মো. তারিক কামাল এর সভাপতিত্বে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার, মধুপুর সার্কেল মো. কামরান হোসেন।
প্রধান অতিথি কামরান হোসেন জানান, মধুপুর থানায় মোট ৪৮টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। এ সময় সবাইকে সরকারি বিধি-নিষেধ মেনে চলার আহ্বান জানান। সকলকেই মাস্ক পরে পূজামণ্ডপে যেতে হবে। কেউ যদি মাস্ক ছাড়া আসে সে জন্য পূজা মণ্ডপের গেটের সামনে মাস্ক রাখার পরামর্শও দেন যেন মাস্কবিহীন লোকজন মাস্ক পরে পূজামণ্ডপে যেতে পারে। পূজামণ্ডপে কোন রকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে এজন্য থানা পুলিশ সদা প্রস্তুত থাকবে। পুজোর আনন্দ ছড়িয়ে পড়ুক সকলের ঘরে ঘরে এ প্রত্যাশা রইল। এ সময় উপস্থিত ছিলেন, মধুপুর থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুবল চন্দ্র সাহা ,সাধারণ সম্পাদক শ্রী অলক কুমার স্বপন চৌধুরীসহ কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ পূজারীবৃন্দ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।