আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি>> টাঙ্গাইলের মধুপুর পৌর এলাকায় মধুপুর থানা পুলিশের উদ্যোগে করোনা ভাইরাস মোকাবেলায় জনসাধারণের মাঝে মাস্ক বিতরণসহ জনসচেতনতামূলক প্রচারণা চালানো হয়। করোনা ভাইরাসের ২য় ঢেউ প্রতিরোধে মধুপুর থানার অফিসার ইনচার্জ তারিক কামালের নেতৃত্বে মধুপুর থানা পুলিশ বুধবার (২৩ জুন) পৌর এলাকার থানার মোড়সহ বিভিন্ন জায়গায় গিয়ে মানুষকে জনসচেতনতামূলক নির্দেশনা প্রদানসহ সরকারি বিধি নিষেধ মেনে চলা, সকল প্রকার জনসমাগম এড়িয়ে চলা, প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে না যাওয়া, প্রয়োজনে বাহির হইলে মাস্ক পরিধান করাসহ সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ প্রদান করেন। এসময় মাস্কবিহীন পথচারী, যানবাহনে চলাচলকারীদের মাঝে মাস্ক বিতরণ করেন।
অফিসার ইনচার্জ তারিক কামাল বলেন, আমরা করোনার প্রথম থেকেই সর্বদা জনগণের পাশে থেকে সরকারি বিধি নিষেধ মেনে জনগণকে সচেতন করাসহ বিভিন্ন সহযোগিতা করে যাচ্ছি। বর্তমানে করোনার ২য় ঢেউ প্রতিরোধেও আমরা যথাসাধ্য কাজ করে যাবো। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।