মধুপুর (টাঙ্গাইল )প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে লকডাউনের চতুর্থ দিন সোমবার (২৬ জুলাই) রাস্তায় মানুষের চলাচল বেড়েছে। সরকারের বিধি নিষেধ তোয়াক্কা না করেই অবাধে চলছে সাধারণ মানুষ। এছাড়াও রাস্তায় প্রাইভেটকার, মোটরসাইকেল, সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিক্সার চলাচল বেড়েছে। উপজেলার বিভিন্ন এলাকার বাজারগুলোতে কেউ মানছে না সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি। অপরদিকে কঠোরভাবে লকডাউন বাস্তবায়ন করতে মধুপুর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়গুলোতে চেকপোস্ট বসিয়েছে মধুপুর থানা পুলিশ। তবে সাধারণ মানুষ পুলিশি চেকপোস্টে জেরার মুখে বিভিন্ন অজুহাত দেখিয়ে পার পেয়ে যাচ্ছে। অপরদিকে সুচতুর অটোরিক্সা ও সিএনজি চালকগণ চেকপোস্টের আগেই যাত্রী নামিয়ে দিয়ে আবার সেখান থেকে যাত্রী তুলে নিয়ে তাদেরকে বিভিন্ন জায়গায় যেতে দেখা যায়। এদিকে উপজেলা প্রশাসনের সহায়তায় মাঠে কাজ করছে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা। পাশাপাশি কঠোর লকডাউন বাস্তবায়নে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা ইয়াসমিনের নের্তৃত্বে ভ্রাম্যমাণ আদালত মাঠে কাজ করছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।