আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে শীতার্ত ও দুস্থ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু এর পরামর্শক্রমে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা টাঙ্গাইলের মধুপুরে বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করেছেন। বুধবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত মধুপুর উপজেলার শোলাকুড়ির, চুনিয়া ও অরনখোলার গাছাবাড়ি পাহাড়ি গ্রামে শীতার্ত দুস্থ ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত কম্বল হতে ৫০ টি কম্বল বিতরণ করা হয়েছে। এসময় উপস্হিত ছিলেন মধুপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, শোলাকুড়ী ইউপি চেয়ারম্যান আক্তার হোসেনসহ অন্যান্য কর্মকর্তগণ। মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা বলেন, “বিত্তবান মানুষেরা বিভিন্ন ধরনের শীতবস্ত্র পরিধান করে শীত নিবারণ করলেও গরীব-ছিন্নমূল মানুষেরা টাকার অভাবে শীতের কাপড় ক্রয় করতে না পারায় অসহায়, দরিদ্র, ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। প্রচণ্ড শীতের কারণে দিনমজুর শ্রেণির মানুষেরা বিভিন্ন স্থানে শীতে কষ্ট করেন। এরাই প্রকৃত শীতার্ত। তাদের কষ্ট কিছুটা লাঘব করার জন্যই রাতে বের হয়ে তাদের মাঝে কম্বল বিতরণ করা।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।