আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের পাটপচা এলাকা হতে সোমবার (২ নভেম্বর) দুপুরে আনারস বাগানের কাঁঠাল গাছে বাঁধা অবস্হায় এমদাদুল হক(১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করছে মধুপুর থানা পুলিশ। নিহত যুবক মহিষমারা কোনাপাড়া এলাকার সুরুজ আলীর ছেলে।
এ ব্যাপারে মধুপুর থানায় যোগাযোগ করলে হত্যাকাণ্ড ঘটনার তদন্তকারী কর্মকর্তা এস আই সুশান্ত সরকার জানান, ঘটনাস্হল তদন্ত করে জানা যায়, নিহত এমদাদ মহিষমারা কোনাপাড়া এলাকার সুরুজ মিয়ার ছেলে। নিহতের মরদেহটি পাটপচা এলাকার জনৈক ছালাম হাজীর আনারস বাগানের একটি কাঁঠাল গাছের সঙ্গে বসা অবস্হায় বাঁধা ছিল।
নিহতের পরিবারের লোকজনের নিকট হতে জানা যায়, এমদাদ গতকাল সন্ধায় জুতা এবং মশার কয়েল কেনার জন্য বাড়ী হতে বের হয় । রাত দশটার পরও এমদাদ বাড়ী না ফেরায় এমদাদের মোবাইল নাম্বারে তার পিতা ফোন করলে নাম্বারটি বন্ধ দেখায়। পরে রাতেই সম্ভাব্য সকল স্হানে খোঁজ নেয় পরিবারের লোকজন। সকালের দিকে মাহফুজা নামে এক মহিলা আনারস বাগানে ঘাস কাটতে গেলে তার লাশটি দেখতে পেয়ে চিনতে পেরে নিহতের চাচা আলমগীরকে খবর দেয়। পরে ঘটনা জানা জানি হলে এলাকার লোকজন মধুপুর থানা পুলিশকে খবর দিলে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তাকে ঘটনাটি তদন্তের নির্দেশ দেন। তদন্ত করে লাশের সুরতহাল রেকর্ড করে লাশটি ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানোর জন্য আনা হয়। হত্যাকাণ্ডের ঘটনাটির তদন্ত চলমান আছে। তিনি আরও জানান রাতের যে কোন সময় হত্যাকাণ্ডটি অন্য কোথাও ঘটিয়ে আনারস বাগানে এনে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে।
এব্যাপারে মধুপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিক কামাল জানান, যারাই এ হত্যাকাণ্ডটি ঘটিয়ে থাকুক, অতি দ্রুত তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।