আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুরে ৬/৭ বৎসরের এক শিশু ছেলে নিজের ঠিকানা বলতে না পারায় সমস্যায় পড়েছেন এক অটোচালক। বৃহস্পতিবার (২৬ শে নভেম্বর) রাত্রি ৯ ঘটিকার সময় চাড়ালজানি এলাকা হতে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধা ওই ৬/৭ বছরের শিশু ছেলেকে মধুপুরের গোবুদিয়া গ্রামের অটোচালক আক্তারের অটোতে উঠিয়ে দেয়। তখন তাকে বলেন, কাকরাইদে শিশু ছেলেটিকে রেখে যেতে। কিন্তু ছেলেটি কাকরাইদে কোনো আত্নীয়, মা- বাবাকে না চিনায় অটোচালকটি তাকে তার বাড়িতে নিয়ে যেতে বাধ্য হন। এক্ষেত্রে পরবর্তীতে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ মাতাব্বরদের পরামর্শক্রমে মধুপুর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।