প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ৬:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২০, ৭:৩৯ অপরাহ্ণ
মধুপুরের সড়কগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ নছিমন-করিমন

আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহাসড়ক, আঞ্চলিক সড়ক ও গ্রামীণ সড়কগুলোতে দাপিয়ে বেড়াচ্ছে যন্ত্রদানব বটবটি,নছিমন,করিমন । এসব অবৈধ যন্ত্রদানব নিয়ে প্রশাসনের তেমন কোন মাথাব্যথা নেই। প্রশাসনের সামনে দিয়েই বেপরোয়াভাবে বিকট শব্দে ইট, বালি, কাঠ, ধান বোঝাই করে কালো ধোঁয়া ছেড়ে পাউডারের মতো ধুলো উড়িয়ে ছুটে যাচ্ছে। উপজেলার সর্বত্র বিভিন্ন পণ্য বোঝাই করে নিয়ে এসব নছিমন করিমন মহাসড়ক, আঞ্চলিক সড়ক ও গ্রামীণ সড়কগুলোর উপর দিয়ে দিনরাত ছুটে চলেছে। সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত প্রায় শতাধিক যন্ত্রদানব মধুপুর শহরে যাতায়াত করছে। মধুপুর শহরসহ আশপাশের এলাকায় এসব যন্ত্র ব্যবহারের ফলে এদের নির্গত কালো ধোঁয়ার কারণে পরিবেশ দূষিত ও দূর্বিষহ করে তুলছে জনজীবন । ফলে এলাকার জনস্বাস্থ্য হুমকির মুখে রয়েছে। এসব শ্যালো ইঞ্জিনচালিত নছিমন,করিমনের বডি থেকে উপরে উঁচু করে খোলা অবস্থায় ইট, বালি, ধান,কাঠ বোঝাই করে বিকট শব্দে চলাচল করছে। এসব যান বাহনের কারণে প্রতিনিয়ত যান জটের সৃষ্টি হচ্ছে। এসব যন্ত্র ধানবগুলো অবাধ চলাচলে প্রশাসনের নীরবতায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
ভ্যানচালক নজরুল ইসলাম জানান, এসব যান বাহনের কারণে জীবনের ঝুঁকি নিয়ে আমাদের চলাচল করতে হয়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube