আঃ হামিদ, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী নিয়ে অসহায়দের পাশে দাঁড়িয়েছেন টাঙ্গাইলের মধুপুর উপজেলার ফ্রেন্ডস ৯৭ এস এস সি ও ৯৯ এইচ এস সি ব্যাচের ফ্রেন্ডস নামের স্বেচ্ছাসেবী সংগঠন। বিকেলে পৌর এলাকার পুন্ডুরা গ্রামে এবং রাতে টেংরী কাঁঠালতলী মোড়, টেংরী গোরস্থান পাড়া, ও মালাউড়ী গ্রামের শতাধিক পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। সংগঠনের নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে বলে জানান সংগঠনের নেতৃবুন্দ। এসময় উপস্থিত ছিলেন ফ্রেন্ডস ৯৭/৯৯ ব্যাচের ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে রচিবুল হাসান রনি, রেজাউল করিম রিপন, মুকুল, হেলাল, সুলতান রনি, রোমেল। নিম্ন আয়ের মানুষগুলো ঈদের সময়ে খাদ্যসামগ্রী পেয়ে অত্যন্ত খুশি। তারা সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ‘সেবাই ধর্ম, সেবাই আদর্শ ’এই স্লোগানে ১৯৯৭ সালের এসএসসি ও ১৯৯৯ ব্যাচের বন্ধুরা মিলে এ ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠনটি করেন।
সংগঠনের রচিবুল হাসান রনি জানান, মধুপুর ৯৭/৯৯ ফ্রেন্ডস সংগঠনটি সম্পুর্ন স্বেচ্ছাসেবী সংগঠন। আমাদের নিজেদের উদ্দ্যোগে করোনা মহামারির কারণে এই লকডাউন পরিস্হিতিতে নিজেদের আর্থিক সহায়তায় অত্যন্ত গরীব- দুঃখীদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার নিমিত্তে আমাদের এ ক্ষুদ্র প্রয়াস। এ বছর আমরা শতাধিক গরীব, অসহায় মানুষের মাঝে ঈদ সহায়তা বিতরণ করার চেষ্টা করছি। আল্লাহর অশেষ রহমতে আমরা প্রতিবছর এই উদ্যোগ গ্রহণ করব ইনশা আল্লাহ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।