আকতার হোসেন ভুইয়া নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ ভ্রুণ হত্যা, যৌতুকের দাবিতে শারীরিক নিযার্তন মামলায় অভিযুক্ত দৈনিক সমকালের স্টাফ রির্পোটার সাজিদা ইসলাম পারুলের সাবেক স্বামী রেজাউল করিম প্লাবনকে গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও নাসিরনগর উপজেলার সচেতন নাগরিক সমাজ।
আজ শনিবার সকাল ১১টার দিকে নাসিরনগর উপজেলা কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ প্রাঙ্গণে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের তাদের সাথে একাত্মতা প্রকাশ করে উপস্থিত সাংবাদিকরাও অংশ নেন। সরাইল উপজেলার সমাজকর্মী এম.মনসুর আলীর সভাপতিত্বে মানববন্ধনে অংশ নিয়ে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক আকতার হোসেন ভুইয়া,প্রথম আলোর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি শাহাদাৎ হোসেন,ডেইলি স্টারের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মাসুক হৃদয়,বাংলানিউজের জেলা প্রতিনিধি মেহেদী নুর,স্কুল শিক্ষক সঞ্জয় দেব,ছাত্রনেতা মোঃ আশিকুর রহমান,কলেজ শিক্ষার্থী শফিক মিয়া ও মুর্শেদ মিয়াসহ আরো অনেকে। বক্তারা স্বামী রেজাউল করিম প্লাবনকে গ্রেফতার ও দ্রুত বিচারের দাবি জানান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।