মো. সাইফুল্লাহ খাঁন,জেলাপ্রতিনিধি,রংপুর : রংপুর-১ (গঙ্গাচড়া) আসনের সাবেক এমপি হুসেইন মকবুল শাহরিয়ার আসিফের বিরুদ্ধে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। দুই বছর সাত মাস পর ইতোপূর্বে জারীকৃত বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাঁকে দলে ফিরিয়ে নেওয়া হয়েছে। শনিবার জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি স্বাক্ষরিত সাংগঠনিক আদেশ বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়েছে, হুসেইন মকবুল শাহরিয়ার আসিফের বিরুদ্ধে ইতোপূর্বে জারীকৃত বহিষ্কারাদেশ অদ্য ১৮ জুলাই ২০২০ থেকে প্রত্যাহার করা হলো। জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১(১)-ক ধারা মোতাবেক এই সিদ্ধান্ত গ্রহণ করা হলো যা অবিলম্বে কার্যকর হবে।
উল্লেখ্য, দলের নির্দেশ অমান্য করে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ২০১৭ সালের ৮ ডিসেম্বর তৎকালীন যুগ্ম মহাসচিব হুসেইন মকবুল শাহরিয়ার আসিফকে বহিষ্কার করেছিলেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। ওই সময় আসিফকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব ধরনের পদ ও পদবি থেকে বহিষ্কার করা হয়। আসিফ এরশাদের ভাইয়ের ছেলে হওয়া সত্ত্বেও মনোনয়ন না পাওয়ার অভিমান থেকে রংপুর সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিয়েছিলেন। মনোনয়নপত্র প্রত্যাহার করতে এরশাদ তাকে নির্দেশ দিলেও তিনি এই নির্দেশ উপেক্ষা করে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে পরাজিত হন। এইচ এম এরশাদ গত বছরের ১৪ জুলাই মারা গেলে রংপুর-৩ (সদর ও সিটি) আসনটি শূন্য হয়। এই আসনে উপনির্বাচনে ভাই শাদ এরশাদের বিদ্রোহী হয়ে স্বতন্ত্র পদেও ভোটযুদ্ধে হেরে যান আসিফ শাহরিয়ার । তবে তিনি ২০০৮ সালে রংপুর-১ (গঙ্গাচড়া) আসনে জাতীয় পার্টি থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। এদিকে দীর্ঘ দুই বছর সাত মাস ১০ দিন পর আসিফের বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় পার্টির চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন আসিফের ভক্ত ও সমর্থকরা। ভক্তরা মনে করছে এতে করে দলে নতুন ধারা ও সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ ফিরে আসবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।