ক্রাইম পেট্রোল ডেস্ক:
ভোলার বোরহানউদ্দিন উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের খলিল বদ্দার বাড়িতে হা'মলা চালিয়ে ২টি বসতঘর ভা'ঙচুর ও লু'টপাট করেছে দু'র্বৃত্তরা।
গতকাল বুধবার (৩০ অক্টোবর) দিনগত রাত ১২টার দিকে বোরহানউদ্দিন উপজেলার জয়া বাজার সংলগ্ন গঙ্গাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা হলেন, গঙ্গাপুর ইউনিয়নের বর্তমান মেম্বার মো. আশরাফ ও তার ভাই এরশাদ।
স্থানীয়রা জানায়, একদল দু'র্বৃত্ত গঙ্গাপুর ইউনিয়নের খলিল বদ্দার বাড়িতে প্রথমে হা'মলা চালায়। পরে ঘরে ঢুকে ভা'ঙচুর ও লু'টপাট করে। এরপর পাশের বাড়িতে গিয়ে বসতঘরে হা'মলা চালিয়ে ভা'ঙচুর ও লু'টপাট করে তারা।
শারমিন বেগম বলেন, 'আমরা বাচ্চা নিয়ে শুয়ে আছি হঠাৎ একদল দু'র্বৃত্ত লাঠি নিয়ে হা'মলা চালায়। পরে ভয়ে ঘরে বাচ্চা নিয়ে বসে আছি। ঘরে ঢুকে লাইট খুলে ফেলে এবং বাসায় থাকা মালামাল ভা'ঙচুর করেন। ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালংকার লু'ট করে নিয়ে যায় দু'র্বৃত্তরা।
আরেকজন বলেন, 'তারা লাঠি নিয়ে এভাবে ঘরের ভেতর ঢুকে হা'মলা ও ভা'ঙচুর করবে কেউ বুঝতে পারিনি। আমাদের বাচ্চারা ঘুমিয়ে ছিলো, তাদের শরীরে কাচের টুকরা গিয়ে পড়ে। বাচ্চারা ভা'ঙচুরের শব্দ পেয়ে ভয়ে চিৎকার দিয়ে উঠে।'
ভুক্তভোগীর পরিবার বলেন, 'ঘরে ঢুকে সবকিছু লু'টপাট করে নিয়ে গেছে। এভাবে হা'মলা করবে বুঝতে পারিনি। ঘরে থাকার মতো এখন কোনো পরিবেশ নাই।'
বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান বলেন, 'এ বিষয়ে আমরা কোনো অভিযোগ পাইনি। যদি অভিযোগ পাই, তাহলে বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।