জুবায়ের চৌধুরী পার্থ, ভোলা: ভোলা সড়ক দুর্ঘটনায় মো. তুহিন (১৩) নামের এক শিশু নিহত হয়েছে। আজ(১৫জানুয়ারী) মঙ্গলবার সকলে সদর উপজেলার ইলিশা ফেরি ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত তুহিন ভোলা তজুমদ্দিন উপজেলার সম্ভুপুর গ্রামের আব্দুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে তুহিন তার মায়ের সঙ্গে চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে তজুমদ্দিন থেকে বাসযোগে ইলিশা ফেরীঘাট আসেন। ঘাটে এসে বাসটি থামলে তুহিন বাস থেকে নেমে বাসের বক্সে থাকা ব্যাগ বের করতে যায়। এসময় চালক বাসটিকে সামনে আগালে পাশে দাঁড়িয়ে থাকা লরি ও বাসের মাঝে চাপা পরে তুহিন ঘটনাস্থলেই মারা যায়।
ইলিশ পুলিশ ফাড়ির কর্মকর্তা(এসআই) মো. মোক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে। বাসটিকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।