জামালপুর প্রতিনিধি:
‘ভোটার হয়ে ভোট দেবো, দেশ গড়ায় অংশ নেবো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
জাতীয় ভোটার দিবস ০২ মার্চ (সোমবার ) এ উপলক্ষে জামালপুর জেলা নির্বাচন অফিসের উদ্যোগে স্থানীয় বকুলতলা চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে এক আলোচনা সভায় ভারপ্রাপ্ত জেলা নিবার্চন অফিসার মো. মাহমুদুল আলম এর সভাপতিত্বে প্রধান অথিতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোকলেছুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার আবু সুফিয়ান, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব সৈয়দ আতিকুর রহমান ছানা, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আমান উল্লাহ আকাশ, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, জেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ. জলিল,বাংলাদেশ কংগ্রেসের আহবায়ক আবু সায়েম মোহাম্মদ সা-আদাত উল করীম প্রমুখ। বাংলাদেশ কংগ্রেস কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক, জামালপুর জেলা আহবায়ক এপেক্স ক্লাব অব জামালপুরের প্রেসিডেন্ট মাসিক শুভ সময় পত্রিকার প্রকাশক ও সম্পাদক আলহাজ্ব আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম বলেন, ভোটারের সুবিধার্থে ইভিএম এর পাশাপাশি মোবাইল এপস্ এর মাধ্যমে ভোটগ্রহণ পদ্ধতি চালু করতে নির্বাচন কমিশনের প্রতি আহবান জানাই। এই পদ্ধতি বাস্তবায়ন হলে সরকারি কর্মকর্তা ও কর্মচারীসহ প্রবাসীগণ খুব সহজেই ভোট দিতে পারবেন। এতে আমাদের অন্যতম নাগরিক অধিকার বাস্তবায়ন সহজ হবে, এতে বঙ্গবন্ধু সোনার বাংলা ও ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে দ্রুত সহায়ক হবে।
এসময় বক্তারা, কিছু জাতীয় পরিচয়পত্র ডাটাবেইজ তৈরি করার সময় ভুল হয়েছে।তা সংশোধন করা হচ্ছে।১৮ বছরের বেশি বয়সী সকলকে ভোটার হয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।
সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।