জামালপুর প্রতিনিধি :
ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বাটা বাজার, জামালপুর তমাল তলা শাখাকে দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তভোগী অভিযোগকারী সাংবাদিক আবু সায়েম মোহাম্মদ সা'-আদাত উল করীম অভিযোগ করেন, তার কাছ থেকে দুই জোড়া জুতা নির্ধারিত মূল্যের চেয়ে ১৮ টাকা দাম বেশী রাখায় উক্ত প্রতিষ্ঠানকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি বলেন, ভুক্তভোগী হয়ে অভিযোগ দায়ের করেছিলাম। রবিবার ২৩ ফেব্রুয়ারি ২০২০ বিকাল ৪টায় এই অভিযোগ নিষ্পত্তি করা হয়। জরিমানার ২৫% দুই হাজার পাঁচশত টাকা আমাকে প্রদান করেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক ও ভোক্তা অধিকার সংরক্ষণ অফিস জামালপুরের সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম। এছাড়া উপহার হিসেবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সুন্দর একটি ২০২০ সালের ক্যালেন্ডার প্রদান করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।