কিশোরগঞ্জ প্রতিনিধি।।
ভৈরব উপজেলায় গ্রামপুলিশদের পেশাগত দক্ষতা ও আচরণগত মানোন্নয়নের লক্ষ্যে মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
মঙ্গলবার (৬ মে) সকালে উপজেলা পরিষদের আধুনিক হলরুমে এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (NILG) এর আয়োজনে এবং ভৈরব উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শবনম শারমিন। তিনি তার বক্তব্যে বলেন, “গ্রামপুলিশরা হচ্ছেন প্রশাসনের একেবারে প্রান্তিক স্তরের কর্মী, যারা সরাসরি জনগণের সঙ্গে কাজ করেন। তাই তাদের মধ্যে সততা, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও আন্তরিকতা থাকা অত্যন্ত জরুরি।”
তিনি আরও বলেন, “এই প্রশিক্ষণের মাধ্যমে তারা কেবল নিয়ম-কানুন জানবে না, বরং একজন দক্ষ এবং সচেতন গ্রামপুলিশ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেদওয়ান আহমেদ রাফি।
তিনি বলেন, “বর্তমানে প্রশাসনের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হলে মাঠ পর্যায়ের কর্মীদের প্রশিক্ষিত হওয়া আবশ্যক। গ্রামপুলিশরা যেন আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনকে সহযোগিতা করতে পারে, সে লক্ষ্যেই এই উদ্যোগ।”
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মো. ফুয়াদ রোহানী বলেন, “পুলিশ প্রশাসনের সহযোগী হিসেবে গ্রামপুলিশদের ভূমিকা গুরুত্বপূর্ণ। তাদের মধ্যে আইন সম্পর্কে যথাযথ জ্ঞান থাকলে তারা অপরাধ প্রতিরোধ ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখতে পারে।”
প্রশিক্ষণে অংশগ্রহণকারী গ্রামপুলিশ সদস্যদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা। তারা জানায়, এই ধরনের প্রশিক্ষণ তাদের বাস্তব জীবনে দায়িত্ব পালনে সহায়ক হবে। মাসব্যাপী এই প্রশিক্ষণে প্রশাসনিক কাজের নিয়মাবলী, আইন-শৃঙ্খলা রক্ষা, নাগরিক সেবা প্রদান, দুর্যোগ ব্যবস্থাপনা ও মানবাধিকার বিষয়ে পাঠ দেওয়া হবে।
প্রশিক্ষণটি পর্যায়ক্রমে উপজেলার সকল গ্রামপুলিশ সদস্যদের জন্য বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।