ক্রাইম পেট্রোল ডেস্কঃ
কিশোরগঞ্জের ভৈরবে ঘর থেকে দু'টি মোবাইল ফোন চু'রি হওয়ায় মাইকিং করে চো'রকে গা'লিগালাজ করেছেন মো. ফায়েজ মিয়া (৬৫) নামের এক পান দোকানদার। শুক্রবার দুপুরে উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পুরানগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।
মঙ্গলবার ২৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
ভুক্তভোগী মো. ফায়েজ মিয়া পেশায় একজন পানের দোকানদার। তিনি ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পুরানগাঁও এলাকার বাসিন্দা।
জানা গেছে, নয় দিন আগে গজারিয়া ইউনিয়নের মানিকদি পুরানগাঁও এলাকার নিজ ঘর থেকে একটি স্মার্ট ও একটি বাটন মোবাইল ফোন চু'রি হয়ে হয় যার বাজার মূল্য সাড়ে ১৭ হাজার টাকা। এরপর গত শুক্রবার তিনি কোনো উপায় না পেয়ে বাড়ির সামনে মাইক ভাড়া করে চো'রকে গা'লাগালি করেন। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
ভুক্তভোগী ফায়েজ মিয়া বলেন, 'আমি গরিব মানুষ; সামান্য পানের দোকানদার। আমার বসত ঘর থেকে চো'রেরা দু'টি মোবাইল চু'রি হওয়ায় আমার অনেক ক্ষতি হয়ে গেছে। তাই চু'রি হওয়ার পর মাইক ভাড়া করে ইচ্ছামতো চো'রদের গা'লিগালাজ করেছি। কিছুদিন আগে মোবাইলের কাগজপত্র হারিয়ে যাওয়ায় থানায় জিডিও করতে পারছি না। খুব কষ্টেই আমি এ কাজ করেছি।'
এ বিষয়ে গজারিয়া ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম শাহারিয়ার বলেন, 'এ ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে জেনেছি। তবে এ বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করে তাকে বলেছি থানায় চু'রির ঘটনা সম্পর্কে অবগত করতে। এছাড়া তার চু'রি হওয়া দু'টি মোবাইল উদ্ধারের চেষ্টা করছেন বলে তিনি জানান।
ভৈরব থানার ওসি মো. মাকছুদুল আলম বলেন, 'মানিকদি গ্রামে পান ব্যবসায়ীর দু'টি মোবাইল ফোন চু'রির ঘটনায় কোনো অভিযোগ পাইনি। যদি অভিযোগ করে তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।