রফিকুল ইসলাম : বৃহস্পতিবার সকাল ৬.৩০ টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলাধীন লালন শাহ সেতুর পশ্চিম দিকে কিছুদূর যেয়ে গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযান চালায় ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ। এ সময় সেখান থেকে ৫৫ টি গাঁজা গাছ উদ্ধার করেছে ও সন্দেভাজনদের ১ জনকে আটক করা হয়েছে
তার নামে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।
এ সময় উপস্থিত ছিলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাগণ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বৃন্দ।
ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ জানান, উদ্ধারকৃত গাছগুলোর বয়স প্রায় ৮ মাস। আশেপাশের চাষিরা অনেকেই কলা চাষ করে। তারা বিষয়টি গোপন করেছে বা তাদের ইন্ধনেই অপকর্ম গোপনে চলছিল। তিনি আরো বলেন, জড়িত অনেকে এখন তারা সম্ভ্রান্ত সাজার চেষ্টা করছে। দূর্ভাগ্যজনক তদন্তে যাদের নাম পাওয়া যাবে সবার নামেই মামলা করা হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।