রফিকুল ইসলাম : কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা শিক্ষা কমিটির অনুমোদন ব্যতীত নতুন নীতিমালা অনুযায়ী কোন কিন্ডারগার্টেন স্কুল চালু করার সুযোগ নেই বলে জানিয়েছেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ। এ অর্থবছরে অথবা আগামী বছর নতুন কোন কিন্ডারগার্টেন স্কুল ভেড়ামারা উপজেলায় অনুমোদন পাবে না বলেও তিনি জানান।
তিনি আরও জানান, লক্ষ্য করা যাচ্ছে কেউ কেউ সেদিকে অগ্রসর হচ্ছে। এটা আইনত দণ্ডনীয়। এসব স্কুলে ছেলে-মেয়েদের ভর্তি না করার জন্য সম্মানিত অভিভাবকদের অনুরোধ করা হচ্ছে। আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।