ক্রাইম পেট্রোল ডেস্ক:
শরীয়তপুরের ভেদরগঞ্জ খাদ্য গুদামে অভিযান চালিয়ে গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবার হোসেনের বাসা থেকে ১৩ বস্তা সরকারি চাল জব্দ করেছে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।
শনিবার (১১ নভেম্বর,২০২৩ খ্রি.) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার এ অভিযান পরিচালনা করেন।
এ সময় ৫‘শ ৯০ কেজি চাল ও ১১শ' সরকারি স্টিকার যুক্ত খালি বস্তা সি'লগালা করা হয়। এসময় ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি), স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
অভিযুক্ত খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবার হোসেন বলেন, 'লেবারের খোরাকির চাল এখানে রেখেছি। আর খালি বস্তাগুলো বাহির থেকে নিজের টাকায় কিনে এনে ছিঁড়া ফাটা বস্তা পাল্টিয়ে ডিলারদের দেই। বস্তার টাকাও আমি পাই না।'
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, 'একটি পত্রিকার সংবাদ ও বিভিন্ন লোকের অভিযোগের কারণে সকাল সাড়ে ৮টায় আমি আকস্মিক গুদামে আসি। এ সময় নানা অ'নিয়ম চোখে পড়েছে। ভারপ্রাপ্ত কর্মকর্তার বাসভবন থেকে ৫শ' ৯০ কেজি সরকারি চাল এবং ১১ টি সরকারি স্টিকারযুক্ত অতিরিক্ত বস্তা জব্দ করেছি। বিষয়টি জেলা প্রশাসক স্যারকে জানানো হয়েছে। আমি জব্দ তালিকাসহ জেলা প্রশাসক স্যারের নিকট আজই প্রতিবেদন পাঠাবো।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।