ক্রাইম পেট্রোল ডেস্ক:
টাঙ্গাইলে বদলির আদেশ পাওয়ার পর থানার এসি-টেলিভিশনসহ অন্যান্য আসবাবপত্র খুলে নেওয়ার ঘটনায় বদলিকৃত ওসি, পুলিশ সদস্য, পুলিশের সোর্স ও ভ্যানচালককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
বুধবার (৩০ আগস্ট) বিকেলে আলোচিত ভুঞাপুর থানার বদলিকৃত ওসি ফরিদুল ইসলাম, পুলিশ সদস্য উদয় চন্দ্র রায়, পুলিশ সোর্স আরিফ খান ও ভ্যান চালক টুটুলকে সার্কেল (কালিহাতী) কার্যালয়ে ডেকে নেন সহকারী পুলিশ সুপার শরিফুল হক।
ভ্যানচালক টুটুল জানান, 'আমি ভ্যানচালক। আমাকে মালামাল নেওয়ার জন্য ডাকা হয়েছিল। পুলিশ সদস্য উদয় ও আরিফ মালামাল ভ্যানে তুলে দিয়েছে। আমি তাদের নির্ধারিত জায়গাতে পৌঁছে দিয়েছি। আপনারা সংবাদ করায় এসপি স্যার ডেকেছেন।'
আরিফ খান জানান, 'সার্কেল স্যার জিজ্ঞাসাবাদের জন্য আমাদের ডেকেছিলেন। তিনি আমাদের সবার কথা শুনেছেন। সেখানে ওসি ফরিদুল স্যার, উদয় ও ভ্যানচালক ছিল।'
কালিহাতী সার্কেলের সহকারী পুলিশ সুপার শরিফুল হক বলেন, 'ঘটনার বিষয়ে তদন্ত চলছে। সেই আলোকে বদলিকৃত ওসিসহ যাদের নাম সংবাদ মাধ্যমে এসেছে তাদের কথা জানার জন্য ডাকা হয়েছে। তদন্তের পর ব্যবস্থা নেওয়া হবে।'
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার স্বাক্ষরিত আদেশে ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলামকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার এই বদলির আদেশের পরের দিন শুক্রবার রাতে থানার এসি, টেলিভিশন, সোফা ও আইপিএস খুলে নেন তিনি।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।