রংপুর ব্যুরো :
রংপুরের গঙ্গাচড়ায় মহিপুর তিস্তা সেতুতে বন্ধুদের সঙ্গে ভিডিও কনটেন্ট তৈরি করতে গিয়ে নদীতে লাফ দিয়ে নিখোঁজ হয়েছেন নিরব রায় উৎস (১৮) নামে এক কলেজছাত্র। শনিবার (২৩ আগস্ট) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রংপুর সরকারি কলেজের শিক্ষার্থী নিরব রায় উৎস তার আরও ছয় বন্ধু নিয়ে বিকেলে নদীপাড়ে ঘুরতে আসেন। সবার সঙ্গে তিনি একই মেসে থাকতেন। বিকেল ৫টার দিকে ভিডিও কনটেন্ট তৈরির উদ্দেশ্যে নিরবসহ শাকিল ও রুপম সেতু থেকে নদীতে লাফ দেন। কয়েক মিনিটের মধ্যে শাকিল ও রুপম সাঁতরে উঠতে সক্ষম হলেও নিরব পানিতে তলিয়ে যান।
বন্ধুরা চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসেন। খবর পেয়ে গঙ্গাচড়া ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। পরে রংপুর থেকে ডুবুরি দল এসে সন্ধ্যা থেকে নদীতে তল্লাশি চালায়। তবে রাত ৮টা পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
নিখোঁজ নিরব রায় উৎস নীলফামারীর জলঢাকা উপজেলার পশ্চিম বাংলা গ্রামের বাসিন্দা তপন রায়ের ছেলে। তার সঙ্গী বন্ধুরা হলেন— আল আমিন (১৮), মাহাদী হাসান (১৯), শাকিল (১৮), শিশির রায় (১৮), কাইফ কিফায়াত এবং রুপম ইসলাম (১৮)।
স্থানীয়দের অভিযোগ, মহিপুর তিস্তা সেতু ও নদীপাড়ে পর্যাপ্ত সতর্কতামূলক সাইনবোর্ড ও নজরদারি নেই। ফলে দুর্ঘটনার ঝুঁকি থেকেই যাচ্ছে। তারা দ্রুত পর্যটন সহায়ক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
গঙ্গাচড়া ফায়ার সার্ভিস স্টেশনের অতিরিক্ত স্টেশন মাস্টার আব্দুল মান্নান বলেন, “খবর পাওয়ার পর আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছি। রংপুরের ডুবুরি দল নদীতে তল্লাশি চালাচ্ছে। স্রোত বেশি থাকায় উদ্ধার কাজে সময় লাগছে। নিখোঁজকে না পাওয়া পর্যন্ত অভিযান চলবে।”
গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ হাসান মৃধা বলেন, “কনটেন্ট তৈরির জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড থেকে তরুণদের বিরত থাকতে হবে। ভবিষ্যতে যেন এমন ঘটনা আর না ঘটে সে জন্য প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।