দিলীপ কুমার দাস, জেলাপ্রতিনিধি, ময়মনসিংহঃ
ময়মনসিংহের ভালুকায় কারখানার ভিতর ট্রাকের ধা'ক্কায় শংকর (৩৫) নামের এক শ্রমিক নি'হত হয়েছেন। সোমবার (২৭ জুন) বেলা ১২টার দিকে উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকায় নারিশ পোল্ট্রি এবং হ্যাচারির ভিতর ওই ঘটনাটি ঘটে। নি'হত শ্রমিক শংকর ফুলবাড়িয়া উপজেলার রাঙ্গামাটি গ্রামের জিতেন্দ্র বর্মণের ছেলে। খবর পেয়ে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
থানা সূত্রে জানা যায়, ঘটনার সময় নারিশ পোল্ট্রি ও হ্যাচারি নামের ওই কারখানায় একটি ট্রাক শংকর নামের ওই শ্রমিককে ধা'ক্কা দিলে তিনি গু'রুতর আ'হত হন। তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃ'ত বলে ঘোষণা করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।