
মো.আলী হোসেন খাঁন : ভারতের দিল্লিতে শান্তিপ্রিয় মুসলিম জনতার ওপর উগ্র হিন্দুবাদীদের হামলা, হত্যা ও মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় বাংলাদেশসহ বিশ্ব মুসলিম জনতার হৃদয়ে আঘাত হেনেছে। ক্ষুব্ধ হয়ে উঠেছেন সর্বস্তরের মানুষ। বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ মুসলিম জনতা ইচ্ছে করলে সংখ্যালঘু হিন্দুদের ওপর প্রতিশোধ নিতে পারতেন। তা না করে দেশের প্রতিটি অঞ্চলে রাজপথে নেমে শান্তিপূর্ণভাবে এসব বর্বরতার নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন। এতে আবারো প্রমাণিত হয়েছে মুসলিম শান্তিপ্রিয় জাতি। এরই ধারাবাহিকতায় ৫ মার্চ বৃহস্পতিবার সুনামগঞ্জের জগন্নাথপুরে ভারতের দিল্লিতে মুসলিম হত্যার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন মুসলিম জনতাসহ সর্বস্তরের মানুষ। আন্জুমানে আল ইসলাহ এর ছাত্র সংগঠন তালামীযে ইসলামীয়া’র উদ্যোগে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পৌর পয়েন্টে প্রতিবাদ সভায় মিলিত হয়। এতে বক্তব্য রাখেন মাওলানা আবু আইয়ূব আনসারী। এতে সর্বস্তরের মুসলিম জনতা অংশগ্রহণ করেন।