মোহাম্মদ মতিউর, জেলা প্রতিনিধি কুমিল্লাঃ
কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার ইসলামী সংগঠনগুলোর যৌথ উদ্যোগে 'সর্বস্তরের তৌহিদি জনতা' এর ব্যানারে ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর শানে অ'বমাননাকর মন্তব্যের প্রতিবাদে বি'ক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে।
আজ শনিবার ১১ জুন ২০২২ ইং খ্রি. সন্ধ্যা সাড়ে ৫টায় বাদ আছর কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলা চত্বরে উপজোলা কেন্দ্রীয় ঈদগাহ্ ময়দানে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও হেফাজতে ইসলামসহ ইসলামী সংগঠনগুলোর যৌথ উদ্যোগে 'সর্বস্তরের তৌহিদী জনতা' এর ব্যনারে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি'র মুখপাত্র নুপুর শর্মা ও নবীন জিন্দাল কর্তৃক হযরত মুহাম্মদ (স.) এর শানে অ'বমাননাকর বক্তব্য প্রদানের প্রতিবাদে বি'ক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালিত হয়। উক্ত বি'ক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা কেন্দ্রীয় মসজিদের খতিব হযরত মাওলানা রফিকুল ইসলাম।
বি'ক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহকারীরা মহানবি হযরত মুহাম্মদ (স.) সম্পর্কে ক'টূক্তিকারীদের বিরুদ্ধে শ্লোগান দেন ও ভারতীয় পণ্য বর্জনের জন্য সকলের প্রতি আহবান জানান। বিশ্বব্যাপী মুসলিম দেশগুলো এ ঘটনায় রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানালেও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া না জানানোয় বক্তারা ক্ষু'দ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তারা অবিলম্বে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।