দিলীপ কুমার দাস, জেলা প্রতিনিধি, ময়মনসিংহ:
বাংলাদেশ অনগ্রসর জনগোষ্ঠী রবিদাস সম্প্রদায়ের সন্তান অর্ণব রবিদাস ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে।
জানা গেছে,অর্ণব রবিদাসের বাবা বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ) কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও জয়পুরহাট জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট বাবুল রবিদাস। কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক লাভ করে সে রবিদাস কুলের মুখ উজ্জ্বল করেছে
এ ব্যাপারে জানতে চাইলে, বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদের চেয়ারম্যান দিলীপ রবিদাস বলেন, 'এই কৃতিত্ব তার একার নয়, পুরো আমাদের সম্প্রদায়ের জন্য প্রশংসার বিষয়। তার এই সুনামের কথা সবার মাঝে পৌঁছে দেওয়া একজন সচেতন অভিভাবক হিসেবে আমার কর্তব্য বলে মনে করি।'
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।