অনলাইন ডেস্কঃ ফরিদপুরের ভাঙ্গায় অস্ত্রসহ আন্ত:জেলা ডাকাত দলের ১০ সদস্যকে গ্রেফতার করেছে ভাঙ্গা পুলিশ। এদের কাছ থেকে ডাকাতির নগদ টাকা, স্বর্ণালংকার, ল্যাপটপ ও মোবাইলসহ মালামাল উদ্ধার করা হয়।
তিনি বলেন, গত ১৩ ও ১৭ ডিসেম্বর রাতে হামেরদী গ্রামে ২টি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ঘটনার পর দেলোয়ার ফকির ও ফাহাদ ইসলাম বাদী হয়ে ভাঙ্গা থানায় ২টি ডাকাতি মামলা করেন।এরপর পুলিশ বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে ২৪ ও ২৫ ডিসেম্বর ১০ জন ডাকাতকে মালামালসহ আটক করতে সক্ষম হয়।ডাকাতরা হল- ইসলাম মোল্লা (৫২), বেলায়েত শেখ (৩৫), হাবিব মুন্সী (৪৫), মোশা ব্যাপারী (৪৫), বদিউল আলম (৫০), ওবাইদুল মাতুব্বর (২৬), সুজন সর্দার (৩৯), সহিদুল শেখ (৩৩) ও ফরিদ খাঁ (৪০)।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আজাদ জানান, ডাকাত সহিদুলের কাছ থেকে ১টি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করেছে।
ভাঙ্গা থানার ওসি জানান, আন্ত:জেলা ১০ ডাকাতকে আটক করেছি এবং ডাকাতি হওয়া সাড়ে ৪ ভরি স্বর্ণ, ১টি চেইন, ৭টি মোবাইল, ১টি ল্যাপটপ, ১টি ট্যাব ও নগদ ৫৪ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।