মোহাম্মদ মতিউর রহমান, জেলা প্রতিনিধি, কুমিল্লাঃ
প্রথমবারের মত ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ১৭ জন শিক্ষক।গতকাল বৃহস্পতিবার ১৯ জানুয়ারি ২০২৩ খ্রি. সন্ধ্যায় অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষকদের হাতে সনদপত্র ও প্রণোদনা তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। বিকেল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয়ে এসে পৌঁছান শিক্ষামন্ত্রী। পরে তাকে গার্ড অব অনার দেয় বিএনসিসির সদস্যরা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রন্ধা জানান শিক্ষামন্ত্রী। পরে ক্লাব কাম গেস্ট হাউজ ও ডরমিটরি উদ্বোধন করে বৃক্ষরোপণ করেন তিনি।
কুবি উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈনের সভাপতিত্বে প্রশাসনিক ভবনের ৪১১ নং রুমে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের ১৭ জন শিক্ষককে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড তুলে দেন মন্ত্রী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবির, ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান।
অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষকদের মধ্যে জেনারেল ক্যাটাগরিতে গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল হাকিম, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মিথুন কুমার দাস, এআইএস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মিজানুর রহমান, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আবদুল মাজেদ পাটোয়ারী, সহকারী অধ্যাপক শারমিন আক্তার রূপা, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক পার্থ চক্রবর্তী, সহকারী অধ্যাপক মেশকাত জাহান, পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক ফয়েজ আহমেদ, ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক প্রদীপ দেবনাথ ও প্রভাষক সাদিয়া জাহান, স্পেশাল ক্যাটাগরিতে পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. খলিলুর রহমান, মোহাম্মদ কামাল হোসেন। ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস।
আউন্টস্ট্যান্ডিং ক্যাটাগরিতে এআইএস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল উদ্দিন, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. স্বপন চন্দ্র মজুমদার, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক শফিউল্লাহ ও আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শরীফুল হোসেন।
এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, ছাত্রলীগ নেতৃবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, কুমিল্লা জেলা পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসকসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।