ক্রাইম পেট্রোল ডেস্কঃ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের উপনির্বাচনে তথ্য সংগ্রহকালে দুলালপুর কেন্দ্রে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। রোববার দুপুরে উপজেলার বসুন্ধরা চত্বরে বুড়িচং প্রেস ক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুড়িচং প্রেস ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাফিজুর রহমানের পরিচালনায় মাননবন্ধনে বক্তব্য রাখেন- যুগান্তর বুড়িচং কুমিল্লা প্রতিনিধি ইকবাল হোসেন সুমন, বিশিষ্ট কলামিস্ট ও সংগঠক গাজী মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, এসো কিছু করি সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফরিদ উদ্দিন, বুড়িচং প্রেস ক্লাবের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক গীতিকবি ও সাংবাদিক আক্কাস আল মাহমুদ হৃদয়, নিরাপদ সড়ক চাই'র বুড়িচং উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক মো. ইকবাল হোসেন, বাংলাদেশ মানবাধিকার কমিশনের বুড়িচং উপজেলা শাখার সভাপতি মো. জহিরুল হক গোল্ডেন, দৈনিক কুমিল্লা প্রতিদিন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মো. শরীফুল ইসলাম সুমন, প্রেস ক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. আহসানুজ্জামান সোহেল, সদস্য সাংবাদিক মো. আবদুল্লাহ, সাংবাদিক মারুফ হোসেন, সমাজকর্মী জুনায়েদ মেহেদী আপন, ওমর প্রমুখ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।