
আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদা উপজেলার কাদেরপুর গ্রামে একটি বাড়ী তল্লাশি চালিয়ে ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
জানা গেছে, পঞ্চগড় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর মোঃ আব্দুল মান্নানের নের্তৃত্বে একটি অভিযানকারী দল বোদা উপজেলার কাদেরপুর গ্রামের মাদক ব্যবসায়ী মোঃ আলমগীর হোসেন ওরফে আলম (৩৩) এর বাড়ী তল্লাশী করে ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার ও জব্দ করে।
বাড়ী তল্লাশী করার সময় অভিযুক্ত আলমগীর পালিয়ে যায় । তার বিরুদ্ধে মাদক আইনে বোদা থানায় মামলা দায়ের করা হয়েছে বলে তারা জানান।