প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৫, ১০:০২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৩, ২০২০, ৯:১৮ অপরাহ্ণ
বেলকুচিতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ২০ জেলের কারাদণ্ড,৪০ হাজার মিটার কারেণ্ট জাল জব্দ

ক্রাইম পেট্রোল ডেস্কঃ সিরাজগঞ্জের বেলকুচিতে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ২০ জেলের কারাদণ্ড,৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২০ উপলক্ষে শুক্রবার সকাল হতে বিকাল পর্যন্ত বেলকুচি উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েণ্টে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় অবৈধভাবে মাছ আহরণকারী ২০ জেলেকে ১৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড, জব্দকৃত ৪০ হাজার মিটার অবৈধ কারেণ্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জব্দকৃত ১৫ কেজি ইলিশ মাছ স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আনিসুর রহমান। এসময় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহমুদুল হাসান( অ.দা) ও বেলকুচি থানা পুলিশের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: আনিসুর রহমান জানান, ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube