ক্রাইম পেট্রোল ডেস্ক:
স্বামী সন্তান রেখে ফেসবুক ও টিকটকের মাধ্যমে পরিচয় ও বন্ধুত্ব গড়ে তোলে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করার চার মাস পর মিথিলা আক্তার মুক্তা (৩৬) নামের এক নারী তার আগের স্বামীর যোগসাজশে প্রেমিক স্বামী বিপুল হোসেনের বাসা থেকে দুই লক্ষাধিক টাকা ও গহনাসহ নিয়ে উধাও হওয়ার একদিন পর তালাক দেয়ার চাঞ্চল্যকর খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে যশোর জেলার বেনাপোল এলাকায়।
এ ঘটনায় গত ২৭ অক্টোবর প্রেমের ফাঁদে পড়া স্বামী বিপুল হোসেন বাদী হয়ে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলা সদর এলাকার মিথিলা আক্তার মুক্তা, তার আগের স্বামী জাফর ইমাম সাগর ও শ্বশুর জাফরুল ইমামের বিরুদ্ধে যশোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেনাপোল আমলী আদালতে প্র’তারণা ও চু’রি সংক্রান্ত একটি মামলা দায়ের করেন।
আদালত বাদীর দায়ের করা অভিযোাগটি আমলে নিয়ে ডিবি যশোরকে তদন্ত করার নির্দেশ দেন।
মামলা সূত্রে জনা গেছে, বেনাপোলের বিপুল হোসেনের সাথে মিথিলা আক্তার মুক্তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টিকটকের মাধ্যমে পরিচয় ও তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
এক পর্যায়ে তারা গত ২৩ জুন যশোরে এক লাখ টাকা দেনমোহর ধার্য করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এভাবে সংসার করাকালে গত ৬ অক্টোবর আত্মীয়ের পরিচয়ে মিথিলার আগের স্বামী ও শ্বশুর বিপুল হোসেনের বাড়িতে বেড়াতে যায়।
সেখানে মিথিলার বাবা স্ট্রোক করে ঢাকায় মরণাপন্ন রয়েছে এমন কথা বলে মিথিলা আক্তার বিপুল হোসেনের নিকট থেকে ১ লাখ টাকা এবং গোপনে আলমারি থেকে আরো এক লাখ ১৬ হাজার টাকা ও গহনা নিয়ে তার আত্মীয় পরিচয়ে যাওয়া আগের স্বামীর সাথে চলে আসার পরদিন ৭ অক্টোবর বিপুল হোসেনকে তালাকনামা পাঠিয়ে দেয়।
বিপুল হোসেন জানায়, তিনি মিথিলার খোঁজে পাঁচবিবি এসে জানতে পারেন, মিথিলা আক্তার মুক্তা অপর বিবাদীদের যোগসাজশে পুরুষদের প্রেমের ফাঁদে ফেলে একাধিক বিয়ে করার পর তাদের মামলার ভ’য় দেখিয়ে টাকা আদায় করে তালাকনামা পাঠিয়ে প্র’তারণা করে। তার দুই সন্তান রয়েছে।
বিষয়টি জানার পর বিপুল বাদী হয়ে মিথিলা আক্তার মুক্তা, তার আগের স্বামী ও শ্বশুরের বিরুদ্ধে এই প্র’তারণার মামলাটি করেন। মিথিলা আক্তার মুক্তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া য়ায় নি।