ক্রাইম পেট্রোল ডেস্ক>> কুমিল্লার বুড়িচংয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার সদর আরাগ আনন্দপুর পশ্চিমপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো মো. সাকিব (৫) ও জিসান (৫)। খেলার ছলে পুকুরের পানিতে ডুবে মারা যায় তারা। সাকিব ও জিসান আপন চাচাতো ভাই। দু’জনই স্থানীয় আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে উপজেলার বুড়িচং সদর ইউনিয়নের আরাগ আনন্দপুর গ্রামের আব্দুল মজিদ (মাজু মিয়া) বাড়ির মো. জাকির হোসেনের ছেলে মো. সাকিব ও মো. ইমন হোসেনের ছেলে জিসান বাড়ির পাশে পুকুরপাড়ে খেলার একপর্যায়ে পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়।
এ সময় সাকিবের বাবা মো. জাকির হোসেন পুকুরের অপর প্রান্ত থেকে জাল দিয়ে মাছ ধরছিলেন। হঠাৎ তিনি দেখেন শিশু দু’টি পুকুরপাড়ে নেই। সঙ্গে সঙ্গে তিনি ঘটনাস্থলে এসে দেখেন একটি শিশু জিসান পানিতে ভাসছে। এ সময় তিনি সোর চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে পানির নিচ থেকে সাকিব ও জিসানকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।