কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি।।
১৮তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (২২ এপ্রিল) কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা। “স্নায়ু বৈচিত্র্যকে বরণ করি, টেকসই সমাজ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদফতর ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় দিবসটি।
সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় যা শহরের প্রধান সড়কসমুহ প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কামরুজ্জামান খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও যুগ্ম সচিব ফৌজিয়া খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী এবং সিভিল সার্জন ডা. অভিজিত শর্মা।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংগঠনের প্রতিনিধি, বুদ্ধি ও অটিস্টিক প্রতিবন্ধী বিদ্যালয় এবং বাক-শ্রবণ প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক ও সুধীজন অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, অটিজম একটি স্নায়ুবিক বৈচিত্র্য যা যথাযথভাবে বুঝে গ্রহণযোগ্যতা তৈরি করলে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিরাও সমাজের মূলধারায় অবদান রাখতে পারে। পরিসংখ্যান অনুযায়ী ছেলেদের মধ্যে মেয়েদের তুলনায় প্রায় চারগুণ বেশি অটিজম শনাক্ত হয়।
প্রসঙ্গত, প্রতিবছর ২ এপ্রিল বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়ে থাকে। তবে চলতি বছর ঈদুল ফিতরের সরকারি ছুটির কারণে দিবসটি ২২ এপ্রিল সারাদেশের মতো কিশোরগঞ্জেও পালিত হয়েছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।