ক্রাইম পেট্রোল ডেস্ক>>
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার বাঘমারায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের উপকারভোগী পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কর্মসূচির আওতায় শীতবস্ত্র ও সমবায় সমিতির সুদমুক্ত ঋণের চেক বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে সুনাগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী এসব বিতরণ করেন।এসময় ২৮টি পরিবারের মধ্যে শীতবস্ত্র ও সমবায় সমিতির দশ হাজার টাকার সুদমুক্ত ঋণের চেক বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মোঃ সাদি উর রহিম জাদিদ, উপজেলা নির্বাহী অফিসার, বিশ্বম্ভরপুর, শিল্পী রাণী মোদক, সহকারী কমিশনার (ভূমি), বিশ্বম্ভরপুরসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপকারভোগীগণ।
এসময় জেলা প্রশাসক উপকারভোগীদের ঘর পরিদর্শন করেন এবং তাদের খোঁজখবর নেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।