আল মাসুদ, পঞ্চগড় প্রতিনিধি:
ভারতের মহারাষ্ট্রের পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি সাংসদ নিতেশ নারায়ন রায় কর্তৃক বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে ক'টূক্তি ও অ'বমাননা করায় পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।
জেলার সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীর ব্যানারে বুধবার (২ অক্টোবর) দুপুরে পঞ্চগড় শেরে বাংলা পার্কের সামনে পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কে দাঁড়িয়ে এই কর্মসূচি পালন করে তারা।
এ সময় বক্তারা বলেন, ভারতের বিজেপি দলসহ ভারতীয়রা বার বার বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা:) কে এবং কুরআনকে অ'বমাননাা ও ক'টূক্তি করে আসছে। আমরা হুঁশিয়ার করে দিতে চাই, ভারতের ইতিহাস হচ্ছে মুসলমানদের ইতিহাস। ভারতের স্বাধীনতা দিয়েছে মুসলমানরা। সেই ভারতে বসে ভারতীয়রা মুসলমানদের বিরুদ্ধে লেগেছে। আমরা তোমাদের প্রতিবেশী বাংলাদেশ, তোমরা ভুলে যেও না। বাংলাদেশের মুসলমানের সূক্ষ্ম ইমান যদি কখনো জেগে ওঠে, তাহলে আবারো আমরা ইতিহাস মনে করিয়ে দিব। আমাদের বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা:) ও কুরআনকে নিয়ে অ'বমাননা ও ক'টূক্তি করলে আমরা চুপ থাকবো না।
এর আগে পঞ্চগড় শহরের ডোকরোপাড়া এলাকায় জজ কোর্টের সামনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জমায়েত হয়ে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের শেরে বাংলা পার্কে জমায়েত হয়। ঘণ্টাব্যাপী বিক্ষোভ কর্মসূচিতে আল্লাহু আকবার স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। একই সাথে বিশ্বনবীকে নিয়ে ক'টূক্তি করার তীব্র প্রতিবাদসহ তাদের বিচার দাবি করে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বক্তারা।
এতে বক্তব্য রাখেন পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের শিক্ষার্থী ফজলে রাব্বী, জুলফিকার রহমান, খোরশেদ মাহমুদ প্রমুখ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।