সম্পাদকীয়:
বিগত সরকারের আমলে ডিজিএফআই, এনএসআই, পুলিশ ও সিভিল প্রশাসনের যেসব কর্মকর্তাকে বিএনপি-জামায়াত আখ্যা দিয়ে চাকরিচ্যুত, পদোন্নতি বঞ্চিত, বাধ্যতামূলক অবসর প্রদানসহ নানাভাবে হয়রানি করা হয়েছে তাদেরকে পুনরায় চাকুরিতে বহাল করা হোক
বিগত সরকারের আমলে বৈষম্যের শিকার ডিজিএফআই (সামরিক গোয়েন্দা), এনএসআই (জাতীয় গোয়েন্দা), পুলিশ ও প্রতিরক্ষা বাহিনীতে (আর্মি অফিসার) কর্মরত যে সকল মেধাবী, দক্ষ, যোগ্য ও সৎ কর্মকর্তাদেরকে বিনাদোষে, বিনা অপরাধে, বিনাবিচারে, অন্যায়ভাবে ও জোরপূর্বক বিএনপি-জামাতের তকমা লাগিয়ে চাকুরি হতে বরখাস্ত, পদোন্নতি বঞ্চিত, বাধ্যতামূলক অবসর প্রদান, নানাভাবে হয়রানি এবং প্রাপ্ত সকল সুযোগ-সুবিধা হতে বঞ্চিত করা হয়েছে, তাদের প্রাপ্ত সকল সুযোগ-সুবিধা এবং সিনিয়রিটির ভিত্তিতে পদোন্নতিসহ চাকুরি ফেরৎ প্রদান করা এবং উক্ত কাজে অতিউৎসাহী ও অসৎ যেসব কর্মকর্তা জড়িত ছিল, তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার জন্য প্রধান উপদেষ্টাসহ সকল উপদেষ্টার হস্তক্ষেপ কামনা করছি। তাদেরকে চাকুরিতে ফিরিয়ে আনা হলে বর্তমান অন্তবর্তী সরকারের জন্য গুরুত্বপূর্ণ তথ্যের উৎস হবে বলে আমরা বিশ্বাস করি। ফলে, একদিকে দেশ পরিচালনায় সহায়ক ভূমিকা পালন করবে, অন্যদিকে তাদের প্রতি ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।
এমতাবস্থায়, আমরা বর্তমান সরকারকে আহ্বান করছি, অতি দ্রুত বিষয়টি বিবেচনায় নিয়ে দেশের সার্বিক উন্নয়নে এবং ভবিষ্যত পরিকল্পনায় তাদেরকে কাজে লাগান।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।