ক্রাইম পেট্রোল ডেস্ক>>
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ও জাতীয় পরিষদের প্রধান সমন্বয়কারী আহমেদ আবু জাফরকে হ'ত্যার হু'মকির প্রতিবাদে হোমনায় নি'ন্দা ও প্রতিবাদ সভা করেছেন স্থানীয় সাংবাদিকরা ।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) হোমনা উপজেলা কমিটির উদ্যোগে ৬ ডিসেম্বর মঙ্গলবার বেলা ১২টায় উপজেলা গেটে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিএমএসএফ'র হোমনা উপজেলা শাখার সভাপতি সৈয়দ আনোয়ারের সভাপতিত্বে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শা'স্তির দাবিতে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন হোমনা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এটিএম মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা প্রেস ক্লাবের সভাপতি আঃ হক সরকার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো.আক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোর্শিদ আলম। বিএমএসএফ'র উপজেলা শাখার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, সহ-সভাপতি এম.এ কাশেম ভূঁইয়া, আল আমিন শাহেদ, মইনুল ইমলাম (মিশুক), সাংগঠনিক সম্পাদক কবি দেলোয়ার, যুগ্ম-সাধারণ সম্পাদক তপন মিয়া সরকার, মো.হাসান, প্রচার সম্পাদক রুহুল আমিন (জুয়েল), দপ্তর সম্পাদক হারুন অর রশিদ, সদস্য মো.তারেক, মো.জাকারিয়া, মো. রাসেল প্রমুখ।
সভায় বক্তারা ন্যা'ক্কারজনক এ ঘটনার তীব্র নি'ন্দার পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
এসময় নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা আহমেদ আবু জাফর দেশে সাংবাদিক নি'র্যাতন বন্ধে, সাংবাদিকদের মর্যাদা, অধিকার ও যৌক্তিক দাবি আদায়ে সাহসিকতার সাথে কাজ করে যাচ্ছেন। সারাদেশের সাংবাদিকদের স্বার্থ রক্ষায় তিনি ১৪ দফা আন্দোলন ছাড়াও জাতীয় গণমাধ্যম সপ্তাহের প্রবর্তক। সাংবাদিক নি'র্যাতন প্রতিরোধ কমিটি গঠন, নি'র্যাতিত সাংবাদিকদের চিকিৎসা ও আইনি সহায়তার জন্য article13 সহ মফস্বলের সাংবাদিকদের জন্য জার্নালিস্ট শেল্টার হোম গড়ে তোলেন এবং গণমাধ্যম ও সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
সম্প্রতি আহমেদ আবু জাফর দেশের ২৫ টি সাংবাদিক সংগঠনের ঐক্যজোট "অ্যালায়েন্স অফ বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এ্যাবজার) সদস্য সচিব মনোনীত হন। অবিলম্বে হুমকি দাতাসহ এর সাথে জড়িত উ'স্কানি দাতাদের খুঁজে আইনের আওতায় আনার জন্য জোর দাবি জানানো হয় এ প্রতিবাদ সভা থেকে।
সূত্রে জানা যায়, সম্প্রতি সংগঠনের মধ্যে নিয়ম ব'হির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় এই ঘটনার সূত্রপাত ঘটে। উক্ত ঘটনায় সাংবাদিক আবু জাফর আহমেদ জীবনের নি'রাপত্তা চেয়ে পল্টন মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ট্রাস্টি বোর্ডের পক্ষ থেকে কেন্দ্রীয় নির্বাহী কমিটি স্থগিত রাখা হয়েছে বলেও জানা যায়।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।