নীলফামারী প্রতিনিধি : বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিকল্প বিএনপি হতে পারেনা।মুক্তিযুদ্ধের বিকল্প শক্তি খালেদা জিয়া হতে পারে না। কারণ খালেদা জিয়ার বিএনপি রাজনৈতিক দল হিসেবে মেরুদন্ডহীন।
রোববার(১ ডিসেম্বর) দুপুরে নীলফামারী শিল্পকলা অডিটরিয়ামের সুখেন্দু দস্তিদার ও মোহাম্মদ তোয়াহা মঞ্চে রংপুর বিভাগীয় কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দিলীপ বড়ুয়া আরো বলেন, বিএনপি রাজনৈতিক দল হিসেবে ভালো কোন সৃষ্টিশীল চিন্তা করতে পারে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সৃষ্টিশীল চিন্তা নিয়ে অগ্রসর হচ্ছে অন্যদিকে বিএনপি তাকে অনুসরণ করছে। এই বিএনপি দিয়ে বাংলাদেশের জনগণের মুক্তি হতে পারে না।
সমাবেশে কেন্দ্রীয় কমিটির সদস্য সাইমুম হকের সভাপতিত্বে ১৪দলের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য দেন, ইউনুছ সিকদার, বাবুল বিশ্বাস, মহিন উদ্দীন প্রমুখ।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।