মোবাইল ফোন বিস্ফোরণে নিহত সাজু মিয়া
অনলাইন ডেস্ক >> হবিগঞ্জের বাহুবল উপজেলায় চার্জ দিতে গিয়ে মোবাইল ফোন বিস্ফোরণে সাজু মিয়া (১২) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ২টার দিকে উপজেলার চকগাও গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত কিশোর উপজেলার পুটিজুরী চকগাও গ্রামের জালাল মিয়ার ছেলে।
পুটিজুরী ইউনিয়নের চেয়ারম্যান মো. তারা মিয়া জানান, বুধবার দুপুর ১টার দিকে বৈদ্যুতিক ছকেটে মোবাইল ফোন চার্জে লাগিয়ে জামার পকেটে মোবাইলটি রেখে ঘুমিয়ে পড়ে সাজু মিয়া। কিছুক্ষণ পর মোবাইলটি ওভার চার্জ হয়ে বিস্ফোরিত হলে সঙ্গে সঙ্গেই সাজু মিয়া মৃত্যুর কোলে ঢলে পড়ে। মোবাইলটি বিস্ফোরিত হওয়ার কারণে তার বুকের বাম পার্শ্বে ঝলসে গেছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ মোহাম্মদ মোশারফ হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক : মো. ওমর ফারুক, উপ-সম্পাদক : মুন্সী নাজমুল হোসেন
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিস : শ্রীমদ্দি মোড়ের বাজার, হোমনা, কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।