মো: বাবুল,নেত্রকোনা থেকে: নেত্রকোনা জেলার বারহাট্রা উপজেলায় দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বারহাট্রা থানা পুলিশ। আটকরা দীর্ঘ দিন ধরেই ইয়াবা,গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য বেচা-কেনা ও সেবন করে আসছিল। এরই ধারাবাহিকতায় বারহাট্রা থানার অফিসার ইনচার্জ মো: মিজানুর রহমানের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে বারহাট্রা থানা পুলিশ মোহনগঞ্জ উপজেলার মেহেদী হাসান ও বারহাট্রা উপজেলার ফকিরা বাজারের ইছার উদ্দিনকে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার করে।
এ ব্যাপারে বারহাট্রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই দুইজন মেহেদী হাসান ও ইছার উদ্দিনকে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার করতে সক্ষম হই এবং উভয়কে আলাদা আলাদা মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করি।