প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ৩:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৭, ২০২১, ৯:৪৩ অপরাহ্ণ
বারহাট্টা থানার উপ-পরিদর্শক মো. হাবিবুর রহমান হাবিব সড়ক দুর্ঘটনায় নিহত


দিলীপ কুমার দাস, জেলা প্রতিনিধি (ময়মনসিংহ):
নেত্রকোণার বারহাট্টা থানার উপ-পরিদর্শক মো. হাবিবুর রহমান হাবিব (৪০) সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বারহাট্টা থানা সূত্রে জানা যায়, হাবিব বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে মোটরসাইকেলযোগে থানায় যাচ্ছিলেন। পথে নেত্রকোণা-বারহাট্টা সড়কের সতরশ্রী এলাকায় তিনি দুর্ঘটনার শিকার হন। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বারহাট্টা থানার পরিদর্শক (তদন্ত) মো. এনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনাস্থলের কাছে একটি ভ্যান গাড়ি উল্টে পড়ে আছে। এই গাড়ির সঙ্গে হাবিবের মোটরসাইকেলের ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।
Design & Developmen By HosterCube