জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
কৃষি মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান)’র খুলনা বিভাগীয় আঞ্চলিক কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. নুর আলম সিদ্দিকী পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি বিভাগ থেকে তিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন । সম্প্রতি পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের ৪৬ তম সভায় তার এ ডিগ্রি অনুমোদিত হয়। প্রফেসর ড. সুলতান আহমেদ এর তত্ত্বাবধানে তার গবেষণার বিষয় ছিল “কৃষিতাত্ত্বিক ব্যবস্থাপনা চর্চার মাধ্যমে মসুর ডালের ফলন বৃদ্ধি করা”। ড. মো. নুর আলম সিদ্দিকী রংপুরের পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়নের পশ্চিম ফকিরা গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মৃত সিরাজ উদ্দিন একজন আদর্শ শিক্ষক ছিলেন । মাতা রেজিয়া বেগম একজন গৃহিনী। ইতিপূর্বে তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে বি,এসসি,এজি (অনার্স), পবিপ্রবি থেকে এমএস (এগ্রি: বোটানী) এবং ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে নিউট্রিশন বিষয়ে এমপিএইচ ডিগি অর্জন করেন। দেশী-বিদেশী জার্নালে তার ২৩ টি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে । বর্তমানে তিনি পুষ্টিস্তর উন্নয়নকল্পে কৃষি, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিষয়ে বিভিন্ন গবেষণা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।