মো. মেহেদী হাসান,রাজশাহী প্রতিনিধি>>
রাজশাহীর পুঠিয়া বানেশ্বর সরকারি কলেজের পুরাতন দ্বিতল ভবনের ছাদে ও বারান্দায় অসংখ্য ফাটল দেখা দিয়েছে। মাথার ওপর পলেস্তরা আর ঢালাই ধ্বসে পড়ার আশঙ্কা রয়েছে। ভবনের অবস্থা জরাজীর্ণ।
১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয় বানেশ্বর কলেজ। এরপর থেকে কলেজটি নানা প্রতিকূলতা কাটিয়ে তার শিক্ষা কার্যক্রম অব্যাহত রেখেছে। কলেজটি জাতীয়করণ করা হয় ২০১৮ সালে । বর্তমানে ঐতিহ্যবাহী এই কলেজে ছাত্র-ছাত্রীর সংখ্যা প্রায় তিন হাজার, পরীক্ষা কেন্দ্রও এটি। ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদান ঝুঁকিপূর্ণ জেনেও ক্লাস চলছে নিয়মিত।
সম্প্রতি কলেজের দ্বিতীয় তলায় ঘুরে দেখা যায়, কলেজের পাকা ভবনের পলেস্তরা ও ছাদের ঢালাই খসে খসে পড়ছে। ঢালাই খসে গিয়ে ভেতরের রড বেরিয়ে পড়েছে,সামান্য বৃষ্টি হলেই ছাদ চুয়ে পানি পড়ে।
খোঁজ নিয়ে জানা যায়, গত দুই বছর ধরে দু'র্ঘটনার শঙ্কা আর নানা ভোগান্তি নিয়ে এভাবেই ঝুঁকিপূর্ণ শ্রেণিকক্ষে পাঠদান করছেন শিক্ষকরা । নিয়মিত ক্লাসে অংশ নিচ্ছেন শিক্ষার্থীরাও । ফলে ঝুঁকিপূর্ণ শ্রেণিকক্ষে পাঠদান দু'র্ঘটনার আশঙ্কায় রয়েছে।
শিক্ষক ও শিক্ষার্থীরা জানান, 'আমাদের ক্লাসরুমের ভবনটি খুবই ঝুঁকিপূর্ণ। আমরা ভয়ে ভয়ে সব সময় ক্লাস করি। মাঝে মাঝে প্লাস্টারের গুঁড়া এসে আমাদের গায়ে ও মাথায় পড়ে। এটি ভেঙে ফেলে নতুন ভবন নির্মাণ করলে আমাদের লেখাপড়ার জন্য খুবই ভালো হবে। কোন প্রকার ঝুঁকি থাকবে না। আমরা নিরাপদে ক্লাস করতে পারবো।'
বানেশ্বর কলেজের অধ্যক্ষ এস এম একরামুল হক বলেন, 'ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান করাতে গিয়ে আমাদেরকে ভয়ে ভয়ে থাকতে হয়।'
তিনি বিষয়টি ঝুঁকিপূর্ণ হওয়ায় দ্রুত নতুন ভবন নির্মাণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: [email protected] মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।