রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর হাটে পরিচ্ছন্নতাকর্মী পোলান (৫২) ট্রাকের ধা'ক্কায় নি'হত হয়েছেন এবং আরও দুই জন আ'হতের ঘটনা ঘটেছে। নি'হত পোলান বানেশ্বর কাচারি পাড়া এলাকার পোকরার ছেলে।
মঙ্গলবার (১১ এপ্রিল) ভোর ৫টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের বানেশ্বর ট্রাফিক মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বানেশ্বর বণিক সমিতির সদস্য রমজান আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, 'পোলান বানেশ্বর হাটের একজন পরিচ্ছন্নতাকর্মী ছিলো। মঙ্গলবার ভোরে নাটোর-রাজশাহী সড়কের বানেশ্বর হাটে অভিমুখে যাচ্ছিল। পিছন থেকে নাটোর থেকে রাজশাহীগামী ট্রাক এসে ধা'ক্কা দিলে পরে গিয়ে সে গু'রুতর আ'হত হয়। এ সময় স্থানীয় জনসসধারণ উদ্ধার করে রাজশাহী মেডিকেলে ভর্তি করেন এবং চিকিৎসা চলাকালে সে মারা যায়।
এ ব্যাপারে পবা হাইওয়ে থানার ওসি মোফাক্কারুল ইসলাম বলেন, 'খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে ট্রাকটি(ঢাকা মেট্রো ট-২৪-৫৪৭৯) আটক করেন। গু'রুতর আ'হত পোলান রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আরও দুই জন আ'হত হয়েছে তাদের নাম ঠিকানা জানা যায়নি। এ বিষয়ে থানায় একটি মামলা দায়ের করা হবে।
সম্পাদক মণ্ডলীর সভাপতি: প্রফেসর নূর মো. রহমত উল্লাহ। নির্বাহী সম্পাদকঃ ব্যারিস্টার মো. ইমরান খাঁন, ব্যবস্থাপনা সম্পাদক: মো. ওমর ফারুক
ইমেইল: mdibrahimkhalil494@gmail.com মোবাইল: ০১৭৫৪-২২২৫০২
অফিসঃ গ্রামঃ শ্রীমদ্দি(আলোনিয়াকান্দি), পোঃ- হোমনা, উপজেলাঃহোমনা, জেলাঃ কুমিল্লা।
সম্পাদক ও প্রকাশক: মো. ইব্রাহিম খলিল কর্তৃক কুমিল্লা জেলা থেকে সম্পাদিত ও প্রকাশিত।