পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি:
পুঠিয়া উপজেলার বানেশ্বরসহ রাজশাহীর বিভিন্ন স্থানে একযোগে কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ৯ টা ৩০ মিনিট থেকে মেধা বৃত্তি পরীক্ষা বহুনির্বাচনি পদ্ধতিতে চতুর্থ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত বানেশ্বর শহিদ নাদের আলী স্কুল অ্যাণ্ড কলেজ, চারঘাট পাইলট উচ্চবিদ্যালয়সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।
পরীক্ষার্থীর মা সাহেদা বলেন, ‘কিশোরকণ্ঠ পাঠক ফোরাম কর্তৃক ছোট ছোট বাচ্চাদের নিয়ে যে মেধাবৃত্তির আয়োজন করেছে এজন্য তাদের ধন্যবাদ জানাই। এটা অনেক ভালো একটা উদ্যোগ। ভবিষ্যতে এটাকে আরও বড় পরিসরে নিলে বাচ্চাদের মধ্যে উৎসাহ- উদ্দীপনা বাড়বে এবং মেধার উন্নয়ন ঘটবে।’
রাজশাহী জেলার কিশোরকণ্ঠ পাঠক ফোরামের চেয়ারম্যান রুবেল আলী বলেন, ‘আমাদের গরিব মেধাবীছাত্রদের মাঝে বৃত্তি প্রদান বর্তমান সময়ে শিক্ষার্থীরা পড়াশোনা বিমুখ হয়ে যাচ্ছে। সেখান থেকে যাতে পড়াশোনার দিকে ধাবিত হয়। তারা নিজেদের অবস্থানটা যেনো বুঝতে পারে। স্কুলে যে ৫০ জন থাকে তাদের যাচাই বাছাই সম্ভব হয়না। জেলার মধ্যে তারা তাদের মেধার বিকাশটা ঘটাতে পারে এবং বুঝতে পারে।’
রাজশাহীর চারঘাট পাইলট উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বোটানি ডিপার্টমেন্টের প্রফেসর ডক্টর আহমেদ ইমতিয়াজ বুলবুল। জেলা সহকারী পরিদর্শক হিসেবে ছিলেন, সেলিম আবদুল্লাহ আল মাহমুদ।
প্রথমবারের আয়োজনে এ বছর ৩ হাজার ৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। ৫ টি কেন্দ্রে পরীক্ষা সম্পন্ন হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশের কথা জানান মেধাবৃত্তি পরীক্ষার চেয়ারম্যান। #